ঝালকাঠি থেকে:-
বিজয় মেলা -২০২৫ এর মুক্তমঞ্চে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় কবিতাচক্র ঝালকাঠি’র কবি ও আবৃত্তি শিল্পীরা কবিতা আবৃত্তি করেন। কবিতাচক্রে’র পরিবেশনায় কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, ফররুখ আহমেদ প্রমুখের কবিতার পাশাপাশি ঝালকাঠির কবিদের লেখা কবিতা আবৃত্তি করা হয়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস থাকায় গান ও নৃত্য বর্জন করে কবিতাচক্র কে দায়িত্ব দেয়া হয় সাংস্কৃতিক সন্ধ্যার।
ঝালকাঠি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো. মমিন উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কবিতাচক্রের সাধারণ সম্পাদক কবি গবেষক মু আল আমীন বাকলাই এর নেতৃত্বে মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন গোলাম সাইদ খান, মো. মনিরুজ্জামান, ডঃ কামরুন্নেছা আজাদ, চাঁদনী আক্তার, সালে আহমেদ পিন্টু, কনা আক্তার, ইজাজ আহমেদ রিপন, নজরুল ইসলাম, মাকসুদা খানম, আফিয়া জাহান জীদনী, আরিয়ান ইসলাম, মুনিয়া আক্তার, আমিরা আজাদ রুহী প্রমুখ। যন্ত্রে সহযোগিতা করেন বাউল শুভ। আবৃত্তি শেষে মঞ্চে উঠে জেলা প্রশাসক মহোদয় কবিতাচক্রের ভূঁয়সী প্রশংসা করেন। তিনি বলেন দুঃখ শোক বিজয় গাথা সবকিছু মিলিয়ে ৭১সহ আমাদের হাজার বছরের সংগ্রামের ইতিহাস তাদের কবিতায় উঠে এসেছে। তাদের আয়োজনটি ছিল খুবই চমৎকার। নতুন প্রজন্মকে আমরা এই জাতীয় প্রোগ্রামের সংযুক্ত করতে চাই। স্মৃতির ধারায় ঐতিহাসিক রিকোনসাইন্সে একত্র করতে চাই। আমরা পরবর্তী প্রোগ্রামে এই জাতীয় প্রতিভা আছে যাদের তাদেরকে সুযোগ দিতে চাই। তিনি বলেন কবিতার প্রতিটি লাইন, প্রতিটি ছন্দে একাত্তরে যারা জীবন দিয়েছেন তাদের দুঃখ ক্লোরিফাই করে ঢালা আকুতি ফুটে উঠেছে। কবিতাচক্র ঝালকাঠি কে আরও পরিবেশনার জন্য তিনি উৎসাহিত করেন।
আলমগীর শরীফ 
























