মণিরামপুর প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল, প্রতিষ্ঠাতা সদস্য নুর ইসলাম নাহিদ, প্রতিষ্ঠাতা সদস্য তহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সদস্য মাবিয়া রহমান, সদস্য সাব্বির হাসান, সদস্য মাসুম বিল্লাল, সদস্য আবু রায়হান, সদস্য জাহিদ হোসেন, মাসুদ রানা প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় গৌরবের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন- বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব আমরা।
আবু রায়হান 





















