রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রৌমারী শাখার কর্মকর্তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার রোকন মোহাম্মদ আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রংপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে রৌমারী উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আজ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী (কুড়িগ্রাম–৪) আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার অধ্যাপক হায়দার আলী আমির, উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ শেখ ফরিদ, রৌমারী সদর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ শহীদ মাসুদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রৌমারী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আলিম।
এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য গ্রামবাসীরা জানাজায় অংশগ্রহণ করেন।
মোহাম্মদ আবুল হাশেমের ইন্তেকালে সহকর্মী, সহযোদ্ধা ও এলাকাবাসী তাঁকে একজন ভদ্র, নিষ্ঠাবান ও সমাজসেবায় নিবেদিত মানুষ হিসেবে স্মরণ করেন। তাঁর মৃত্যুতে ইসলামী ব্যাংক রৌমারী শাখা ও স্থানীয় সংগঠনসমূহ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।
আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন—এ মর্মে বিশেষ দোয়া করা হয়।
সংবাদ শিরোনাম :
সর্বশেষ সংবাদ :
মোহাম্মদ আবুল হাশেমের জানাজা সম্পন্ন, শোকের ছায়া রৌমারীতে
-
Reporter Name - Update Time : ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ৯ Time View
Tag :
আলোচিত সংবাদ





















