আবু রায়হান,মণিরামপুর প্রতিনিধিঃ দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আওতায় সচেতনতামূলক প্রশিক্ষণ শেষে শতাধিক কিশোরীদের মাঝে উপকরণসহ উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ই জানুঃ) সকালে বি,আর,ডিবি মনিরামপুর উপজেলার বাস্তবায়নে স্কুল প্রোগ্রাম (ইরেসপো) প্রকল্পের আওতায় উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ ও উউসাহ বোনাসের চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিআরডিবি উপ পরিচালক বি এম কামরুজ্জামান,উপজেলা বিআরডিবি অফিসার বিশ্বজিৎ ঘোষ প্রমূখ।
চলতি প্রকল্পের সুবিধাসমূহ তুলে ধরে কিশোরীদের জন্য বিশেষ প্রকল্প চালু করা হয়েছে।যেখানে প্রতিমাসে একজন কিশোরী ২০০ টাকা জমা দিলে সরকার তাকে অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করছে।
ফলে প্রান্তিক পর্যায়ের কিশোরীদের জন্য আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে বক্তব্য প্রদান করেন,বিআরডিবি যশোরের উপ-পরিচালক বিএম কামরুজ্জামান।
প্রান্তিক কিশোরীরা যাতে ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অংকের মুনাফা পেতে পারে,সেই লক্ষ্যে কাজ করে চলছে সরকার বলে মন্তব্য করেন প্রধান অতিথি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে,আসন্ন নির্বাচন উৎসবমুখর এবং নির্বিঘ্ন করতে প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে।
তবে কেউ যদি এ নির্বাচন বানচাল করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রয়োগ করা হবে বলে পরিষ্কার ঘোষণা দেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা,অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সফল তিনজন কিশোরীর মধ্যে দুই জনকে ২১ হাজার এবং একজনকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Reporter Name 






















