মোজাম্মেল সরকর (কর্তিমারী, রৌমারী):—- ,, নাম মোঃ মিনহাজ আকন্দ,(১৪) পিতা মোঃ জাহাঙ্গীর আলম, দাদা মোঃ বাহাজ উদ্দিন সেক্রেটারি, বাড়িঃ ডাটিয়ার চর,( ঢুষমারা থানা সংলগ্ন)।। গতকাল দুপুর ২ টায় নানার বাড়ি কথা বলে বাসা থেকে বের হয়ে বক্তবাজার হয়ে বাই সাইকেল চালিয়ে কর্তিমারী যায়। এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে সন্ধান পাওয়া যাচ্ছে না,, যদি কোনো হৃদয়বান ব্যাক্তির সাথে দেখা হয়। যোগাযোগ,, 01927312508।
তার পিতা-মাতাসহ আত্মীয় স্বজন সবাই ছেলেটির সন্ধান চেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করছেন। পাচ্ছে না।