কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জনপদ, আহত অর্ধডজন – দৈনিক নতুন কলম

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জনপদ, আহত অর্ধডজন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 27, 2025

উলিপুর প্রতিনিধি:
২৬ এপ্রিল ২০২৫ ইং, শনিবার দিবাগত রাতে ভয়াবহ কালবৈশাখী ঝড় উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। ঝড়ের দাপটে ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে এবং আহত হন বেশ কয়েকজন।

রবিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ১৩ নং সাহেবের আলগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর ঘুঘুমারি গ্রাম যেন যুদ্ধক্ষেত্র। ঝড়ের তাণ্ডবে প্রায় ১৫টি বাড়িঘর সম্পূর্ণ ভেঙে যায় বা উড়ে যায়। মোহাম্মদ রফিকুল ইসলামের টিনের চাল উড়ে তার মাথার উপর পড়ে, ফলে তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়।

ঝড়ে গাছপালা উপড়ে পড়ায় কেউ কেউ আহত হন। বর্তমানে রফিকুলসহ অনেক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ করে উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ, যেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সকলের সহযোগিতাও কামনা করা হয়েছে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য।