আগুনের কলম
মাহবুবুল আলম ফারুকী
এগিয়ে চলার আগুনে প্রত্যয়ে,
অন্যায়ের বুকে বজ্রপাত হয়ে,
কলম চলে অবিরাম,
ঝড় পেরিয়ে, রক্তাক্ত সন্ধ্যা ভেদে,
চলেছে নতুন কলম,
কভু নেয় না হার, নেয় না বিশ্রাম।
আসুক শত বাধা, শাসকের কুৎসিত ছায়া,
চলিছে কলম, জ্বলিছে মশাল,
কুঁচকে যায় অত্যাচারের মুখ,
প্রতিবাদের ভাষায় রচিত যুগ।
কালো রাতের চিৎকার ভেদ করে,
আসে দিন, হাতে রক্তিম ধ্বনি ধরে।
অগ্নি-শপথ তুলে তারা,
ভাসিয়ে দেয় মিথ্যার জাহাজ ধারা।
ঝড়ে ঝড়ে খণ্ড খণ্ড,
পোড়ে জুলুমের কালো কঙ্কাল,
কলম জাগে, কাঁপে ধরা,
বেঁচে উঠে সত্তা, স্বাধীন ধ্বনির সুরে।
ভয় নয়, ভেঙে পড়ে শিকল,
ঘাম ও রক্তে লিখে প্রতিশোধের দলিল।
একটি শব্দ, একটি চিৎকার,
জাগিয়ে তোলে মৃত অতীতের ধ্বংসাবশেষ।
এগিয়ে চলে কলমের সৈনিক,
বুকে আগুন, চোখে বিদ্রোহের ঝড়।
বাতাস কাঁপে, কাঁপে মাটি,
যখন সত্যের কলম ছোড়ে তীর।
বাধা যতই আসুক সামনে,
মুছে ফেলবে কলমের জয়রথে,
নতুন ভোর, নতুন দীপ্তি,
লিখে দেবে বিজয়ের অমরগাথা।