নিজস্ব প্রতিবেদক(রৌমারী,কুড়িগ্রাম):
দারিদ্রতাকে হার মানিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী গ্রামের মেধাবী শিক্ষার্থী জেমি আক্তার ভর্তি সুযোগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগে। তবে আর্থিক সংকটে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়লে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার।
বুধবার, ৩০ এপ্রিল দুপুরে, ইউএনও’র কার্যালয়ে জেমিকে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করা হয়।
ইউএনও জানান, গত ২৮ এপ্রিল জেমি একটি আবেদন করেন তার ভর্তির জন্য অর্থ সহায়তা চেয়ে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, জেমি আক্তার ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় রৌমারী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হন। বাবা মৃত জাবেদ আলীর মৃত্যুর পর পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় জেমির উচ্চশিক্ষা ছিল অনিশ্চিত। কিন্তু তার মেধা ও সংকল্পের কথা বিবেচনায় তাকে সহায়তা করেন ইউএনও।
এই সহায়তা হয়তো বদলে দিতে পারে জেমির ভবিষ্যৎ।