কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশন থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাবস্টেশনের স্টাফরা কাজ করতে এসে সাবস্টেশনের ভেতরে পুড়ে যাওয়া অবস্থায় মরদেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় দৌলতপুর থানায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “লাশটি একজন পুরুষের। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাবস্টেশনে বিদ্যুৎ চুরি বা যন্ত্রাংশ খোলার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।”
লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সাবস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সাবস্টেশনের নিরাপত্তা আরও জোরদার করা হবে। পাশাপাশি, পর্যবেক্ষণ ও নজরদারিও বাড়ানো হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাবস্টেশনে কোনো নাশকতা বা সংগঠিত অপরাধমূলক তৎপরতা জড়িত ছিল কি না, সে দিকেও নজর রাখা হচ্ছে।
ঘটনার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের ফলাফলের ওপর নির্ভর করছে পুরো ঘটনার চূড়ান্ত ব্যাখ্যা।