নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক রাজু আহমেদ উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের গাবেরতল এলাকার বাসিন্দা এবং জামতলা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন রাজু।ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বাবা জানান, রাজু গ্রন্থাগারিক হলেও মাধ্যমিক শিক্ষার্থীদের বাড়িতে প্রাইভেট পড়ান। কাছাকাছি বাড়ি হওয়ায় ওই শিক্ষার্থীও তার কাছে প্রাইভেট পড়তে যেতেন। এই সুযোগে প্রায় পাঁচ-ছয় মাস আগে রাজু তাকে ধর্ষণ করেন। এরপর শিক্ষার্থী প্রাইভেট পড়া বন্ধ করে দিলেও রাজু ধর্ষণের ভিডিও ও ছবি রয়েছে বলে ভয় দেখিয়ে গত বুধবার রাতে তাকে আবারও ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার (৯ মে) রাজারহাট থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তিনি বলেন, “রাজু আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে অনেকে টালবাহানা করছে। আমি থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি।”রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে সঙ্গে না আনায় মামলা নেওয়া হয়নি। তিনি বলেন, “ধর্ষণ সংক্রান্ত অভিযোগ হওয়ায় ভুক্তভোগীকে থানায় এনে তার বক্তব্য শুনে ঘটনার বিস্তারিত জানা প্রয়োজন।”