স্পট থেকে সংগৃহীত
এম, এ, ফারুকী,রৌমারী (কুড়িগ্রাম):
রৌমারী থানার পুলিশের গোপন অভিযানে ভারতীয় মদসহ মোঃ জাইদুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ মে) ভোররাতে উপজেলার মির্জাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাইদুলকে তার বাড়ি থেকে পালানোর সময় আটক করে।
পরবর্তীতে তার বসতবাড়ির পাশের ঘরের মাটির নিচ থেকে লুকানো অবস্থায় ১৪ বোতল ROYAL STAG, ৯ বোতল McDowell’s No-1 LUXURY ও ৫ বোতল Officer’s Choice মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১৪.৭৭৫ লিটার, বাজারমূল্য আনুমানিক ৭৬,৫০০ টাকা।
আসামি পুলিশের কাছে স্বীকার করেছে, সে ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।