গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শফিপাড়া গ্রামে ববিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতের দিকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল পাশা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তে ছিলেন এসআই নজরুল ইসলাম ও এসআই আক্তার হোসেন।
নিহত ববিতা খাতুনের মা জানান, তার মেয়ে ও জামাইয়ের মধ্যে সম্প্রতি আর্থিক বিষয় নিয়ে কলহ চলছিল। জামাইয়ের অটোভ্যানের ব্যাটারি কেনার জন্য ববিতার কাছে ১০ হাজার টাকা চাওয়া হয়, যা দিতে না পারায় তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তিনি আরও অভিযোগ করেন, মৃত্যুর খবর পেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে দেখেন মেয়ের মাথায় পানি ঢালা হচ্ছে, কিছু সময় পরই মেয়েটি মারা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।