কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৮) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাতেম আলী কুমোদপুর গ্রামের ছাফের আলীর ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন এবং স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে হাতেম আলী নিজের জমিতে ধান কাটতে যান। সে সময় আকাশে ঘন মেঘ থাকলেও তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ মদিনা আলী বলেন, “ধান কাটার সময় বজ্রপাতে হাতেম আলীর মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।”
প্রাকৃতিক দুর্যোগে এমন মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 






















