ভাঙনের গান
মোঃ মাহবুবুল আলম ফারুকী
কত নেতা এলো, কত জন শুনলো,
কত বাজেট গেলো, তবু কিছু হলো?
সোনাপুর কাঁদে, খেওয়ারচর ডাকে,
আশ্বাসের ডালি আজ শুধুই ফাঁকে।
সাহেবের আলগা, খেদাইমারী চর,
ঘুঘুমারী হারায়, গেন্দার বুক ভর।
ঘর নেই, জমি নেই, স্মৃতিরও ক্ষয়,
নদী শুধু নেয়, কিছুই তো দেয় নয়।
ব্রহ্মপুত্র আজ ভয়ানক ক্ষুধায়,
হরছে জীবন, বাঁচা শুধু দুধারায়।
যেখানে ভিটা, আজ সেখানে জল,
স্বপ্ন গড়েছি যেথায়, আজ শুধুই ভুল।
১৮৮৭, ইতিহাসে লেখা,
ভাঙনের শুরু—বিষাদে দেখা।
৫০ এর ভূকম্প বদলালো পথ,
সেই থেকে নদীর ভাষা শুধু ক্ষত।
৮৮, ৯৮—বন্যার গল্প,
কেঁদেছে চরভূমি, হারায়েছে সব।
স্কুল নেই, মসজিদ নেই, রাস্তাও গায়েব,
ঘরভাঙা মানুষ আজ নিঃস্ব ও ক্লান্তর।
১৩ বার ঘর তুলে, বলে সেই বৃদ্ধ,
আর কোথায় যাবো? পিঠে আজ নিঃশব্দ।
ত্রাণ চাই না রে ভাই, চাই শুধু বাঁধ,
নদীকে থামাও—এই আমাদের সাধ।
প্রতিশ্রুতি নয়, চাই কাজের দেখা,
চর শৌলমারীর বুক যেন বাঁচে আবার বেড়ে লেখা।
হে কর্তা, হে নেতা, শুনো দয়া করে,
ভাঙনের ছুরিতে কাটা না যাক স্বপ্ন ঘরে।