রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—সুস্থ ক্রীড়াই হোক মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়” এবং “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ১০ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (স্থানীয় সময়) সকাল ১১টায় রৌমারী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আমিনুল ইহছান, সভাপতি, কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
শামিম আক্তার, সভাপতি, মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদল এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মোস্তাফিজুর রহমান রঞ্জু, সদস্য সচিব, রৌমারী উপজেলা বিএনপি।
মোকলেছুর রহমান, আহ্বায়ক, রাজিবপুর উপজেলা বিএনপি।
কাইয়ুম হোসেন ও নুর আলম খান হিরো, যুগ্ম আহ্বায়ক, রৌমারী উপজেলা বিএনপি।
নাজমুল হোসাইন রানা, আহ্বায়ক, রৌমারী উপজেলা ছাত্রদল।
কাজিম উদ্দিন, সভাপতি, বন্দবেড় ইউনিয়ন বিএনপি।
এরশাদুল ইসলাম ভূঁইয়া, সভাপতি, বন্দবেড় ইউনিয়ন ছাত্রদল।
অতিথিরা বলেন, “সুস্থ মনন ও মানসিকতা গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা চাই, মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট একদিন জাতীয় পর্যায়ে পরিচিত একটি টুর্নামেন্টে রূপ নিক।”
উদ্বোধনী খেলায় অংশ নেয় রাজিবপুর সদর একাদশ ও বন্দবেড় ইউনিয়ন একাদশ। খেলায় বন্দবেড় ইউনিয়ন একাদশ ৬ উইকেটে জয়লাভ করে।