1. admin@notunkalom.com : 7mbot :
  2. mfaruqi805@gmail.com : দৈনিক নতুন কলম : দৈনিক নতুন কলম
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সোহাগ হত্যাকাণ্ড ও দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে রৌমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চাঁদপুরে হামলার শিকার মসজিদের ইমাম মাওলানা ইমাম নুরুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা: সিসিটিভি ফুটেজে ধরা পড়ে লাশের ওপর লাফানোর বিভৎসতা নীরব শক্তি—বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের পুনরাবির্ভাব চর রাজিবপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু রৌমারীতে মাদক প্রতিরোধ কমিটি গঠিত: সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবকদের সক্রিয় অংশগ্রহণ রংপুরে ৩৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করল জামায়াত রৌমারীতে রিকশা-ভ্যান ও অটোরিকশা চালক দলের আহ্বায়ক কমিটি গঠন উজান ঝগড়ার চর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেমকে বিদায়ী সংবর্ধনা নদী ভাঙনের মানুষ: এক অন্তহীন ট্রাজেডি

ব্রিজ না থাকায় চরম ভোগান্তি, রৌমারীতে ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দৈনিক নতুন কলম
  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২ দেখা হয়েছে

দৈনিক নতুন কলম ডেস্ক কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ও চর শৌলমারী ইউনিয়নের মধ্যবর্তী কাজাইকাটা এলাকায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৭ জুন) সকাল ১০ টায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানা গেছে, কাজাইকাটা, আনন্দ বাজার, খেয়ারচর,মির পাড়া, খরানি,দক্ষিণ নামাজের চর,উত্তর নামাজের চর, চর গেন্দার আলগা,চৌদ্দখরি, খা পাড়া, ভাঙ্গা পাড়া, সাহেবের আলগা অপর দিকে আমবাড়ি, কাউনিয়ারচর, চর কাউনিয়ারচর, ধনতোলা, খোয়ার চর, ছাটকড়াই বাড়ি, দাঁতভাঙ্গাসহ আশপাশের অন্তত ১৯ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছেন। দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে কাজাইকাটা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হলহলিয়া নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। যেটা দিয়ে শিশু, বৃদ্ধ, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সব শ্রেণি পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও চরমে ওঠে। সাঁকোটি সরু ও দুর্বল হওয়ায় মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। কোনো উপায় না পেয়ে বর্তমানে নির্মিত কাঠের সাঁকোর ওপর নির্ভর করছেন এলাকাবাসি, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্থায়ী। বর্তমান উপদেষ্ঠার কাছে মানববন্ধনে একটি ব্রিজ নির্মাণ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেখানে প্রায় ৮০ থেকে ৯০ মিটার একটা ব্রিজ হলেই জনদূভোগ কমবে বলে অনেকে জানান।

এলাকাবাসী রফিকুল ইসলাম জানান, কৃষকরা ফসল উৎপাদন করে তা বাজারে নিতে পারেন না ঠিকভাবে। পণ্য পরিবহন, শিক্ষার্থী চলাচল, রোগী হাসপাতালে নেওয়াসহ সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয়। স্থায়ী ভাবে ব্রিজ নির্মাণে দাবি জানান।

স্থানীয় কৃষক সোনা মিয়া বলেন, আমরা ফসল উৎপাদন করি, কিন্তু বাজারে নিতে গেলে গাড়ি পাওয়া যায় না। রোগী নিলে কখন সাঁকো ভেঙে পড়ে, সেই ভয় থাকে। এত মানুষ, কিন্তু একটা ব্রিজ নেই। আমাদের দাবি একটা ব্রিজ চাই।

গাড়ি চালক সোহেল বলেন, আমরা শ্রমিক গাড়ি চালাই ব্রিজ না থাকায় কৃষকের উৎপাদিত ফসল পারাপার করতে পানি না। আমাদের দাবি একটা ব্রিজ নির্মাণ করা হোক।

মানববন্ধনে বক্তারা দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে বলেন,স্বাধীনতার এত বছর পরও আমরা একটি ব্রিজের জন্য মানববন্ধন করতে হচ্ছে এটা লজ্জাজনক। আমাদের প্রাণের দাবি ত্বরিত সময়ের মধ্যে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক। মানববন্ধন থেকে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় এবং একটি টেকসই ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

অনুগ্রহ করে খবরটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
 © দৈনিক নতুন কলম স্বত্বাধিকারী সংরক্ষিত।
Theme Customized BY LatestNews