রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে বিশেষ অভিযানে ১০০৫ পিস ইয়াবা, ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারী এবং অপরজন তার জামাতা বলে জানা গেছে।
শনিবার (২০ জুলাই ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে গ্রেফতার করা হয় মোছাঃ মর্জিনা খাতুন (৪৩) ও মোঃ বাবুল মিয়া (৩২) নামের দুইজনকে।
রৌমারী থানার ওসি জানান, গ্রেফতারকৃত মর্জিনা খাতুনের বাড়ি থেকে ইয়াবাসহ নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ বাবুল মিয়া (৩২)
– পিতা: মোঃ সাখাওয়াত হোসেন
– ঠিকানা: ধনারচর মধ্য পাড়া, রৌমারী, কুড়িগ্রাম
২. মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)
– পিতা: মৃত নুরুল ইসলাম
– স্বামী: মোঃ শমেস আলী
– ঠিকানা: চর লালকুড়া, রৌমারী, কুড়িগ্রাম
উদ্ধারকৃত আলামত:
ইয়াবা ট্যাবলেট: ১০০৫ পিস
নগদ অর্থ: ১,৮২,৫০০/- টাকা
মোবাইল ফোন: ২টি
রৌমারী থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ছাড় দেয়া হবে না।