ঢুষমারা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ঢুষমারা থানার দক্ষিণ খাউরিয়া গ্রামে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘরের ভেতরে চলমান জুয়ার আসর থেকে ১৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। অভিযানে নগদ প্রায় ৪০ হাজার টাকা, তাসের সেট এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৫ খ্রিঃ ঢুষমারা থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি নং-৫৮) পরিপ্রেক্ষিতে এসআই (নিরস্ত্র) প্রদিপ চন্দ্র মহন্ত-এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। সঙ্গী ছিলেন এসআই (নিঃ) মোঃ তারা মিয়া, এএসআই (নিঃ) আউয়াল হোসেনসহ আরও আটজন পুলিশ সদস্য।
অভিযানকারী দলটি সরকারি নৌকা যোগে টুথমারা থানা এলাকার ভাটিয়ার চর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দক্ষিণ খাউরিয়া গ্রামের আবু বক্করের বাড়ির পাশের একটি টিনের ঘরে একদল ব্যক্তি প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলছে।
পরবর্তী সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে রাত আনুমানিক ২টার দিকে পুলিশের দল ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালানোর চেষ্টা করলে ঘর ঘিরে ফেলে তাদেরকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় তিন সেট খেলার তাস, নগদ ৩৯,৯২০ টাকা এবং একটি পলিথিনের ব্যাগ।
আটককৃতদের নাম ও পরিচয়: ১. মোঃ আবু বক্কর (৫২),
২. মোঃ কোরবান আলী (৪৬),
৩. মোঃ আঃ মালেক (৪০),
৪. মোঃ কাবেল (৪০),
৫. মোঃ শওকত (৪০),
৬. মেয় সারোয়ার হোসেন (২৮),
৭. মোঃ আলমগীর (৪০),
৮. মেজ মজিবর (৪৫),
৯. মোঃ তোনছের আলী (৩৫),
১০. মোঃ জাবেদ আলী (৪০),
১১. মোঃ তারা মিয়া (৩৭),
১২. মোঃ আবু বক্কর (৪০),
১৩. মোঃ মাইদুল (২৭),
১৪. মোঃ সুমন (২৬)।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দুইজন নিরপেক্ষ সাক্ষী মোঃ শফিকুল ইসলাম ও মোঃ হামিদুল ইসলাম ছোটনের উপস্থিতিতে তল্লাশি ও জব্দ তালিকা প্রস্তুত করা হয়। ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল।
এই ঘটনায় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, অপরাধ দমনে ঢুষমারা থানা পুলিশ কঠোরভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”