স্মরণে দেলোয়ার হোসাইন সাঈদী – দৈনিক নতুন কলম

স্মরণে দেলোয়ার হোসাইন সাঈদী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৪, ২০২৫

  • স্মরণে দেলোয়ার হোসাইন সাঈদী
    -মাহবুবুল আলম ফারুকী
    সহকারী শিক্ষক (ধর্ম)
    কাজাইকাটা উচ্চ বিদ্যালয়

চিরতরে চলে গেলো কুরআনের পাখি,ঝ
নীরব নিঃশ্বাসে ভেঙে গেলো শিকল।
লৌহ কারাগারের দেয়ালও থমকে দাঁড়ায়,
শ্রদ্ধায়, সাহসের ছায়ায় ভরা রাত।

বন্দি জীবনের প্রতিটি ক্ষণে,
প্রতিটি দমে তিনি শিখিয়েছেন—
সত্যের পথ কখনো হারায় না,
আশার আলো চিরজীবন জ্বালায়।

তাঁর কণ্ঠে বাজতো আয়াতের সুর,
প্রভাতের রোদ যেন জাগায় নতুন আলো।
প্রতিটি দোয়া, প্রতিটি তিলাওয়াত,
বুকে জ্বেলে রাখে চিরন্তন প্রেরণা।

বারাকার দূর তীরে আজ তিনি,
নবীদের মাঝে শান্তিতে বসে আছেন।
নীরব পাখির ডানায় ভেসে যায়,
আমাদের স্মৃতির অম্লান আলো।

আমরা থাকি শুধু স্মৃতির ছায়ায়,
তাঁর শেখানো পথ ধরেই চলি।
চিরতরে চলে গেলো পাখি,
কিন্তু তাঁর গান জ্বলবে চিরদিন—
প্রেরণার আলো, সাহসের দীপ,
আমাদের হৃদয়ে চিরন্তন দীপ।