মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী ব্যাতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ ২০২৫ এর পরিচালক নির্বাচিত হয়েছেন আহসান হাবীব মানিক।
ব্যাতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক হিসেবে নির্বাচন করা আহসান হাবীব মানিককে।
সহকারী পরিচালক: তোফায়েল আহমেদ এবং সহকারী পরিচালক: আদনান সাকিব
২০ আগস্ট বুধবার বিকেল ৪ টায় ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ কার্যালয়ে ব্যতিক্রমের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস এর প্রকাশনা সম্পাদক ও শিল্পী সমাবেশের প্রধান অতিথি মো. মিনার উদ্দিন, আহসান হাবীব মানিককে পরিচালক ঘোষণা করেন এবং পরে নব মনোনীত পরিচালককে শপথবাক্য পাঠ করান।
প্রধান অতিথি ও উপদেষ্টা পরিষদের পরামর্শের ভিত্তিতে নব মনোনীত পরিচালক আহসান হাবীব মানিক এবং ০২ জন সহকারী পরিচালক তোফায়েল আহমেদ ও আদনান সাকিবের নাম ঘোষণা করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর ভাইস চেয়ারম্যান হাবিবুল্লাহ সরকার এবং সদ্য বিদায় পরিচালক রবিউল ইসলাম সোহাগ।
পরিশেষে, নব মনোনীত পরিচালক আহসান হাবীব মানিকের দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।