ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক নতুন কলম

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২১, ২০২৫

কে এম শামীম রেজা :

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ,পথসভা,স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয় । ইন্দুরকানী থানা মোড় থেকে শুরু করে বাজারে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে ভূমি অফিসে সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ,পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও টিম প্রধান এম এ মাসুদ হাওলাদার, যুগ্ম আহবায়ক আশ্রাফুল আলম সজল প্রমুখ । পথসভার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্ন সহ বৃক্ষরোপন কর্মসুচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাস্তান হাফিজ,ছাত্রদলের আহবায়ক আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল শিকদার,জিয়াদুল মোল্লা,সাকিল, রাজিব সাকিল মাহমুদ পলাশ,রবিউল,ইব্রাহীম হোসেন, মামুন হোসেন, জাহিদ,মাসুদ,হাসিব লিয়ন,ইমাম,রুবেল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।