মণিরামপুর প্রতিনিধিঃ যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন, সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার মণিরামপুর উপজেলা
পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মুসা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি এবাদুল ইসলাম মনু, পৌরসভা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল হাই সাংগঠনিক সম্পাদক খান সাফিয়ার রহমান,জাহাঙ্গীর বিশ্বাস সহ আরো অনেকে।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনের সীমানা পরিবর্তনের ষড়যন্ত্র চলছে।
দীর্ঘদিনের ঐতিহ্য ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে সীমানা পরিবর্তনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বার্থবিরোধী। তারা এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলন করে এই দাবিটি তুলে ধরা হয়েছে। সেখানে তারা নির্বাচন কমিশনের প্রতি যশোর-৫ আসনের সীমানা অপরিবর্তিত রাখার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা আরও বলেন, যশোর-৫ আসনের সীমানা অপরিবর্তিত রাখতে না পারলে এলাকার জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল।