জামায়াত ক্ষমতায় গেলে অমুসলীমরা সব চেয়ে বেশি নিরাপদ থাকবেঃ মাওঃ রফিকুল ইসলাম খান – দৈনিক নতুন কলম

জামায়াত ক্ষমতায় গেলে অমুসলীমরা সব চেয়ে বেশি নিরাপদ থাকবেঃ মাওঃ রফিকুল ইসলাম খান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 23, 2025

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।

আজ ২৩ আগস্ট (শনিবার)
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্র ভিত্তিক কমিটির সদস্যদের নিয়ে সাধারণ সভায় এসব কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল সিরাজগঞ্জ ০৪ উল্লাপাড়া-সলঙ্গার আসন থেকে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খান।

উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মাওঃ আব্দুল আলীম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সলঙ্গা থানা শাখার সম্মানিত আমীর জনাব রাশেদুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোও খায়রুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবে কেন্দ্রীয় সহকারি এইচ আর ডি সম্পাদক জনাব এ্যাডঃ সদরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল বারী, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব আশরাফুল আলম মোত্তালিব,বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃ শাহীন আলম,মোহনপুর ইউনিয়নের সভাপতি জনাব মাওঃ হাফেজ হেলাল উদ্দিন খান সহ উপজেলা ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।