গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা উলামা কল্যাণ পরিষদের নবগঠিত কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত – দৈনিক নতুন কলম

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা উলামা কল্যাণ পরিষদের নবগঠিত কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৪, ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলামা কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২৩ আগস্ট শনিবার বাদ মাগরিব বাসমতী রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার উলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ উসমান গনী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়নের উলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও কালিয়াকৈর উপজেলা ও মৌচাক ইউনিয়নের উলামা কল্যাণ পরিষদের সকল দায়িত্বশীলবৃন্দ।

এসময় তারা নিজেদের দায়িত্ব পালনে দায়িত্বশীল ভুমিকা পালনের জন্য বিশেষ দিক নির্দেশনা মূলক আলোচনা ও পরামর্শ করেন। সমাজ ও রাস্ট্রে আলেম ওলামাদের অবদান, ভূমিকা এবং করণীয় বিষয় শীর্ষক আলোচনা করেন। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আনুগত্যের মাধ্যমে নির্দেশিত কর্মকাণ্ড পালনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ।
আলোচনা ও পরামর্শ শেষে দোয়া ও মোনাজাত করেন এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।