মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকশি’র চলমান বিরতিহীন গণসংযোগ।
২৪ আগস্ট রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা সূত্রাপুর ইউনিয়নের উদ্যোগে চানপুর গ্রাম ও টালাবহ এলাকায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক ডিসি ও সচিব জনাব শাহ্ আলম বকশি। এছাড়াও গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব শফিউদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল জলিল আকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. মুজাহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি এস. এম. জাকারিয়া, অফিস সেক্রেটারি জনাব আজহার আলীসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন, ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা ও তৃণমূলে ইসলামী আন্দোলনের ধারা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের ঐক্য ও অংশগ্রহণ ছাড়া পরিবর্তন সম্ভব নয়। এ ধরনের মসজিদভিত্তিক আলোচনা সভা সমাজে সচেতনতা সৃষ্টি ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকার সাধারণ জনগণ উচ্ছ্বসিতভাবে নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং আগামীর পথচলায় তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।