গভীর রাতে উঠানে মিলল গলাকাটা মরদেহে তদন্তে পুলিশ – দৈনিক নতুন কলম

গভীর রাতে উঠানে মিলল গলাকাটা মরদেহে তদন্তে পুলিশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 29, 2025

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন

যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়ির ভেতরে এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান, যিনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় একজন কসাই ছিলেন।

মিজানুরের স্ত্রী জানিয়েছেন, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
প্রতিবেশী ইউনূস আলী বলেন, “এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি গরু বেচাকেনা করতেন এবং শুক্রবার গরুর মাংস বিক্রি করতেন। ঘটনার রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিজানুর ঘর থেকে বের হন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখনও মামলা হয়নি