সিরাজগঞ্জের পিপুল বাড়ীয়া বাজারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বেলাল হোসেন মাস্টারের মৃত্যু – দৈনিক নতুন কলম

সিরাজগঞ্জের পিপুল বাড়ীয়া বাজারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বেলাল হোসেন মাস্টারের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের পিপুল বাড়ীয়া বাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার একজনের মৃত্যু।

আজ ০৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জের পিপুল বাড়ীয়া বাজারে সিএনজি ও অটোরিকশার সাথে সংঘর্ষ লাগে ঘটনার স্থানেই একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঘোড়া চড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন মাস্টার। এমন মর্মান্তিক দূর্ঘটনায় বেলাল হোসেন মাস্টারের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান অটোরিকশা সাথে সিএনজি লেগে পিপুল বাড়ীয়া বাজারে এই দূর্ঘটনা। অটো থেকে পড়ে গিয়ে সিএনজির চাকার নিচে পড়ে বেলাল হোসেন মাস্টারের মাথার মস্তক বের হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার। স্থানীয়রা জানান এমন দূর্ঘটনা নিয়মিত ঘটে। বেপরোয়া গাড়ীর গতি এবং ট্রাফিক না থাকায় নিয়মিত দূর্ঘটনা ঘটে। তারা খুব দ্রুত বাজারের মেইন দুই পাশে স্পিড ব্রেকার এবং ট্রাফিকের দাবি জানান।

দূর্ঘটনায় বেলাল হোসেন মাস্টারের মৃত্যুর খবর শোনার সাথে সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ০১ (কাজীপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো শাহিনুর আলম স্থানীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত বেলাল হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানান।