শাহিন ফকির:
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং প্রতীক।
র্যালি শেষে টাউন ক্লাব রোডে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসানুল কবির লিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) আলিফ আহমেদ রাজিব প্রমুখ।
অনুষ্ঠানে পৌর বিএনপির অন্তর্গত ৯টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদার বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“পিরোজপুর-১ আসন ধানের শীষের আসন। অতীতে একটি চক্র এই আসন ছিনিয়ে নিয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি কুচক্রীমহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। আমি পৌরবাসীর কাছে আহ্বান জানাই, আপনারা সজাগ থাকবেন যাতে কেউ নির্বাচন প্রতিহত করতে না পারে।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।