সিরাজগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে হামদ ও নাত প্রতিযোগীতার আয়োজন – দৈনিক নতুন কলম

সিরাজগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে হামদ ও নাত প্রতিযোগীতার আয়োজন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার এসএস রোডে অবস্থিত ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে আজ ০৫ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯.০০ ঘটিকা হইতে সিরাতুন্নবী (সা.)উদযাপন উপলক্ষে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ সিরাজগঞ্জ মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে তারই ধারাবাহিক অংশ হিসেবে হামদ ও নাত প্রতিযোগীতার আয়োজন করেছে।

উক্ত প্রতিযোগীতায় ব্যতিক্রমের শিশু-কিশোর শিল্পী ছাড়াও অংশ নেয় শহরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উক্ত প্রতিযোগীতার ফলাফল ঘোষণা হয় সকাল ১১.৩০ ঘটিকায় এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত উপদেষ্টা আবু কাওছার তালুকদার।
আরো উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক ইমরুল হাসান বাঁধন এবং বর্তমান সহকারী পরিচালক তোফায়েল আহমেদ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা.হাসান এবং সভাপতিত্ব করেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত পরিচালক আহসান হাবীব মানিক।

পরিশেষে, শিক্ষার্থীদের ক্রেষ্ট  এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।