সাতক্ষীরায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের মহাসমারোহে র‍্যালি – দৈনিক নতুন কলম

সাতক্ষীরায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের মহাসমারোহে র‍্যালি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 7, 2025

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ প্রচার ও সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহরের শহীদ আসিফ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন শহর শিবির সভাপতি মুহা. আল মামুন। সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নবী করীম (সা.)-এর জীবন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর পথ অনুসরণ করলেই সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।”
সভাপতি মুহা. আল মামুন বলেন, “সীরাতুন্নবী (সা.) পালনের মাধ্যমে ছাত্রশিবির নবীজির আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে কাজ করছে।”

এছাড়াও র‍্যালিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের বিভিন্ন সম্পাদক, থানা শাখার নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। র‍্যালি চলাকালে ‘তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।