রৌমারীতে দিনদুপুরে মোটরসাইকেল চুরি, থানায় জিডি – দৈনিক নতুন কলম

রৌমারীতে দিনদুপুরে মোটরসাইকেল চুরি, থানায় জিডি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 7, 2025

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দিনদুপুরে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, এস কে সাদিকুল ইসলাম খাঁন (৩৬), পিতা মোতালেব খাঁন, মাতা মোছাঃ বাছা খানম, ঠিকানা চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা পাড়েরচর গ্রামে বসবাস করেন। তিনি গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর অনুমান ১টার দিকে নিজস্ব মোটরসাইকেলটি চরশৈলমারী ইউনিয়নের কাজাইকাটা পারেরচর জামে মসজিদ প্রাঙ্গণে রেখে নৌকাযোগে দাঁতভাঙ্গা ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে যান।

পরে দুপুর ৩টার দিকে তিনি ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি সেখানে নেই। স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলেও কেউ কোনো তথ্য দিতে পারেননি। এমনকি মাইকিং করার পরও মোটরসাইকেলের সন্ধান মেলেনি।

চুরি যাওয়া মোটরসাইকেলের বিবরণ:

নম্বর প্লেট: ঢাকা মেট্রো-হ 56-9679

রঙ: লাল

চেসিস নম্বর: MD2A76AY6JWF85539

ইঞ্জিন নম্বর: PFYWJF52784

ঘটনার পর এস কে সাদিকুল ইসলাম খাঁন রৌমারী থানায় জিডি করেছেন। জিডি নম্বর ২৭৫, তারিখ ০৬/০৯/২০২৫, জিডি ট্র্যাকিং নং 85WD9Y।

বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।