মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর মাস্টার ইসমাইল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া পরিচালনা করেন মাস্টার ইসমাইল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ইমাম মাওলানা আসাদুল জামান খান পুরী। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জননেতা মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া এলাকার অসংখ্য সাধারণ মানুষও দোয়া মাহফিলে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা–আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা কামনায় সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তিনি এখনো মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে আছেন। তারা দ্রুত চিকিৎসা এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।