মণিরামপুর প্রতিনিধিঃ কোন ব্যাক্তি স্বয়ংসম্পূর্ণ না,কাজ করতে গেলে ভুল-ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক! সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলি প্রক্রিয়া অ-স্বাভাবিক কিছুই না। প্রজাতন্ত্রের চাকুরীর সুবাদে নির্ধারিত একটি স্থানে এক সাথে একটি পরিবারের মতো থাকায় সম্পর্ক হবে,আবার নির্দেশনা পেলে অনত্র যেতে হবে। এটাই নিয়ম! সে মোতাবেক প্রজাতন্ত্রের কার্যক্রমে সকলের ন্যায় আমাকেও যেতে হবে। এ সমস্ত মূল্যবান কথা বলেছেন, মণিরামপুর উপজেলা এবং পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা/প্রশাসক হতে জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসাবে সদ্য পদন্নোতি পাওয়া কর্মকর্তা নিশাত তামান্না।
সংগত কারনে পূর্ব নির্ধারিত ৩০শে নভেম্বরের পরিবর্তে ১লা ডিসেম্বর সোমবার সকালে মণিরামপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত পৌর প্রশাসক নিশাত তামান্নার বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা – কর্মচারীদের সাথে দাপ্তরিক কার্যক্রম শেষ করেন বিদায়ী এ প্রশাসনিক কর্মকর্তা।
দীর্ঘ এক বছরের বেশি সময়ে মণিরামপুরে প্রশাসন প্রধানের দায়িত্ব পালনে নতুন এক অভিজ্ঞতা প্রাপ্তীর কথা নিজেই স্বীকার করেন নিশাত তামান্না। মণিরামপুর পৌরসভা প্রশাসন ও প্রকৌশলী শাখার আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অভিব্যাক্তি প্রকাশ করেন যে, এর আগেও আমি কয়েকটি উপজেলা ও পৌরসভাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। কিন্তু সাধারণ মানুষের এতো কাছে যেয়ে,পাশে বসে, তাদের সাথে পরিবারের মতো মিলেমিশে দায়িত্ব পালনের সুযোগ অন্য কোথাও পায়নি। মণিরামপুরের মানুষের মতো এতো অতিথি পরায়ন আগে কোথাও দেখিনি। ব্যাক্তির সাথে চাকুরী জীবনে সত্যিই আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা!
নবাগত পৌর প্রশাসক ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের সার্বিক তত্বাবধানে নিশাত তামান্না’কে বিদায়ী সংবর্ধনা সূচক সম্মাননা স্বারক প্রদানের সময় আরো উপস্থিত পৌর প্রকৌশলী উত্তম মজুমদার,উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ ফয়সাল আহম্মেদ সহ উপজেলা ও পৌরসভায় কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।