মণিরামপুর প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ঢাকা-৮ আসনের এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং এ দেশে ভারতীয় আধিপত্যের অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল যশোরের মণিরামপুরে ছাত্র-জনতা।
শুক্রবার ১৯ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে হাদীর ছবি সম্বলিত প্রতিবাদী কর্নারে ক্ষোভ প্রকাশ করে ছাত্র-জনতার প্রতিনিধিরা।
বক্তারা এ সময় হত্যাকারী ফয়সালের নেতৃত্বে নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল প্রকার আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সকলকে আহ্বান জানান।
মিছিল শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ছাত্রনেতা ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।