রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি—
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–৪ (রৌমারী–রাজিবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
আজ ২৪/১২/২০২৫ইং বুধবার দুপুরে রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণকালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,
“দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। কুড়িগ্রাম–৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাজনীতি উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মনোনয়নপত্র গ্রহণের সময় জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও মিছিলের মাধ্যমে প্রার্থীকে শুভেচ্ছা জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রাম–৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ঘোষণার পর নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে প্রচার-প্রচারণা শুরু হলে এ আসনের রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন।