আবু রায়হান, মনিরামপুর প্রতিনিধিঃ
দিন গেলেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের অন্যান্য সংসদীয় আসনের ন্যায় স্ব স্ব প্রচারনায় ব্যাস্ত সময় পার করছে যশোর-৫(মণিরামপুর) আসনের বিএনপির জোটের শরীক দলের প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। ইসি’র নির্দেশনা মেনে নির্বাচনী এলাকা যশোর ৫ আসন মণিরামপুর উপজেলা ব্যাপী দলীয় প্রতীকের ভোট চেয়ে গনসংযোগ করে চলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড গাজী এনামুল হক,এনসিপির এবি আহাদের পাশাপাশি গন-অধিকার পরিষদের আশিকুর রহমান সহ একাধিক প্রার্থী।
তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২য় বার প্রার্থীর নাম ঘোষনায় কেন্দ্রীয় হাইকমান্ডের প্রতি অনস্থা প্রকাশ করে টানা বিক্ষোভে ফুঁসে উঠেছে মণিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মী হতে সাধারণ ভোটার পর্যন্ত।
বৃহঃস্পতি,শুক্র ও শনিবার (২৫,২৬,২৭) টানা তিন দিন বিক্ষোভ মিছিল,সমাবেশ,পথসভা,এমন কি শরীরে কাফনের কাপড় জড়িয়ে নানান সব কর্মসূচিতে এম.ইকবাল হোসেনের পক্ষে পুনরায় মনোনয়ন চেয়ে ও মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে অবাঞ্ছিত ঘোষণা করে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির ছাত্রদল,যুবদল,সেচ্চাসেবক দল,মহিলা দল সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীদের সাথে সাধারণ ভোটারদের সম্মিলিত বিক্ষোভের ২য় দিনের পর তৃতীয় দিনে কাফনের কাপড় শরীরে জড়িয়ে মণিরামপুর বাজারে মিছিল শেষে পৌরসভার সামনে মহাসড়কে লুটিয়ে পড়ে এম.ইকবাল হোসেনের কর্মী-সমর্থকরা।
প্রধান সড়কে অবস্থানরত সমার্থকদের উদ্দেশ্য পথসভায় উপস্থিত থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু ঘোষণা দেন যে,দীর্ঘ ১৭ বছরের হামলা-মামলায় জর্জরিত হয়ে উপজেলা বিএনপিকে বুক আগলে রেখেছে এম.ইকবাল হোসেন। তার নেতৃত্বে আমরা বিএনপি রাজপথে সংগ্রাম করেছি! দূর্দীনে যারা রাজপথে থেকে বিএনপির পক্ষে কাজ করে আসছি তাদের বঞ্চিত করে জোটের শরীক দলের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে,আমরা ঐ প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এ সময় তিনি চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত রাজপথে থেকে পুনরায় বিএনপির মনোনয়ন এম ইকবাল হোসেনের নাম ঘোষণা নিয়ে বাড়ি ফিরবেন বলে হুংকার দেন।এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক,পৌর বিএনপির খায়রুল ইসলাম,আব্দুল হাই,স্বন্তোষ স্বর,জাহাঙ্গীর বিশ্বাস,খান শফিয়ার রহমান প্রমূখ।
উল্লেখ্য,দীর্ঘদিনের কেন্দ্রীয় হোল্ড জটিলতা কাটিয়ে চলতি মাসের ৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির সভাপতি এম.ইকবাল হোসেনের নাম ঘোষনার ১৯ দিন পর অর্থাৎ চলতি মাসের ২৪ তারিখে প্রার্থী পরিবর্তন করে জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের নাম ঘোষনার পরের দিন হতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো মণিরামপুর। সর্বশেষ তথ্য আছে,রবিবার ও সোমবার উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে মণিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে টানা বিক্ষোভে মণিরামপুর বাজারে বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশের টহলের পাশাপাশি সাময়িক যানজট কাটিয়ে সড়কে স্বাভাবিক পরিবেশ ফেরাতে দায়িত্বপালন করতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের।