রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯ টা স্কুলের সারে ৯ শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এই পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেন। এই কেন্দ্র গুলি পরিদর্শন করেন সিসটেক ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠুন। এই কেন্দ্র দায়িত্বে ছিলেন, আমিনুল ইসলাম। পরিচালনায় হিসাবে উপস্থিত ছিলেন, মনিংসান কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ সোহরাব হোসেন।
প্রসঙ্গত, বাংলাদেশের সকল কিন্ডার গার্টেন,প্রি-ক্যাডেট,প্রিপারেটরিসহ সকল উন্নতমানের বিদ্যালয় সমূহের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ভাবে উৎসাহ প্রদান করা, শিক্ষকদের মানোন্নয়ন মূলক প্রুশিক্ষণ, শিক্ষকদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কার্য্যক্রম পরিচালনা করার লক্ষ্য নিয়ে গঠিত হয় সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা, নার্সারী পঞ্চম শ্রেণীর শিশুদের মেধার ভিত্তিতে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করাসহ নানা মুখি কার্যক্রম পরিচালন করে আসছে।
এব্যাপারে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠুন বলেন,সিসটেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান ও পরিচালক আতিকুর রহমান স্যারের সফল প্রচেষ্টা ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতায় ২০১৩ সাল থেকে এ কার্যক্রম চালিয়ে আসছি। আমরা আশা করছি আগামীতে সিসটেক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের নানা মুখি সহযোগিতা করা হবে।