আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুরের দূর্বাডাঙ্গায় কৃষিকাজ করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. এনামুল গাজী (৩১)। তিনি ওই গ্রামের মৃত রমজান গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জমিতে কৃষিকাজ করছিলেন এনামুল গাজী। কাজের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর পাশের একটি বাড়িতে গিয়ে পানি চাইলে পানি পান করার সময়ই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত একজন চিকিৎসককে খবর দিলে তিনি এসে এনামুলের অবস্থা গুরুতর বলে জানান এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান। খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, এনামুল গাজী বিবাহিত ছিলেন, তবে তাঁর কোনো সন্তান নেই। কর্মজীবনে তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। করোনাকালীন সময়ে তিনি গ্রামের বাড়িতে ফিরে এসে নিজস্ব জমিজমা ও সম্পত্তির দেখাশোনা করছিলেন। ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এনামুলের বড় ভাই ঢাকা থেকে রওনা হয়েছেন। তাঁর পৌঁছানোর পর জানাজা ও দাফন কার্যক্রম শুরু হবে বলে পরিবার জানিয়েছে। দাফন রাত সাড়ে ৮টার দিকে হওয়ার কথা রয়েছে।
হঠাৎ মৃত্যুতে পরিবারে ও বন্ধুবান্ধবদের ভিতর চলছে শোক। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।