রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ জানুয়ারি রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি রৌমারী।

জানা গেছে, শীতকালীন এই প্রতিযোগীতায় অ্যাথলেটিক,ব্যাডমিন্টন,ভলিবল ও বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলা পর্যায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,রৌমারী,কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। পুরো প্রতিযোগীতা পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।