পিরোজপুর প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ জানুয়ারি পিরোজপুর টাউন ক্লাব মাঠে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য পিরোজপুর ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক এলিজা জামান, পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন,শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু,জেলা বিএনপির সাবেক সদস্য এম এ জলিল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার জীবনাদর্শন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং দেশমাতার মৃত্যুতে বিএনপির যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় বলে সকলে মন্তব্য করেন।
দোয়া অনুষ্ঠানের আগে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা টাউনক্লাব চত্বরে কোরআন খতম করেন।
দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে দুপুরের
খাবার পরিবেশন করা হয়।