রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের দুই নেতা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলীয় সকল পদ-পদবী ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুল মিয়া এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য মোসলেম উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুল মিয়া। তিনি বলেন, ২০০১ সাল থেকে তিনি অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার লক্ষ্যেই তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, “বর্তমান বাস্তবতায় আমি আমার রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছি। নিজের ভুল উপলব্ধি করতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবী এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় একই মঞ্চ থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও আওয়ামী লীগের সকল সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক তৎপরতা থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না এবং ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে সময় দিতে চান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।