ডেস্ক নিউজ:
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার থানা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে নির্মিত কয়েকটি দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। বিশেষ করে ব্যস্ত সড়ক মোড়গুলোতে এসব অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন।
মোবাইল কোর্ট চলাকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় তিনজনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আলাউদ্দিন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রৌমারী থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন,
“সড়কের ওপর অবৈধ দখল এবং যানবাহনের অনিয়মিত চলাচল জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ। এসব কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, কেউ যেন সড়ক দখল করে ব্যবসা বা স্থাপনা নির্মাণ না করে এবং সকলকে আইন মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকে সড়ক দখল না করা, যানবাহন পার্কিংয়ে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।