আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ- 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে ঝালকাঠি জেলায় মাধ্যমিক পর্যায়ে ক-গ্রুপে উপস্থিত বক্তৃতা পর্বে (ইংরেজিতে)  প্রথম স্থান অধিকার করেছে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া তাসনিম।
সে ইতোমধ্যে রাজাপুর উপজেলা পর্যায়ে বক্তৃতাপর্বে তিনটি ইভেন্টে অংশ গ্রহণ করে ১ম স্থান অধিকার করেছে। তিনি রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার ও স্কুল শিক্ষকা মাহফুজা আফরোজের বড় সন্তান। সন্তানের এ সফলতার জন্য তারা মহান রাব্বুল আলামীন এর কাছে শুকরিয়া আদায় করেন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সফলতার ধারাবাহিকতা রক্ষার জন্য সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।