রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবস্থিত ভারটেক্স মডেল স্কুল অ্যান্ড কলেজ-এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে সদ্য ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বার্ষিক ও বোর্ড পরীক্ষাসহ বিভিন্ন অভ্যন্তরীণ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোঃ রেজাউল করিম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ সময় অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান আরও উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ভারটেক্স মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং নিয়মিতভাবে শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।