মাহবুবুল আলম ফারুকী(রৌমারী, কুড়িগ্রাম):– গাজায় ইসরায়েল আমেরিকার বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ফিলিস্তিনের আহুত হরতালের সমর্থনে কুড়িগ্রাম রৌমারীতে আল কারীম ফাউন্ডেশনের আয়োজনে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আজ ৭ই এপ্রিল সোমবার জোহরের নামাজের পর রৌমারী বাজার জামে মসজিদের মাঠ থেকে মিছিল শুরু হয়।হাসপাতাল রোড ঘুড়ে থানা চত্বর হয়ে শাপলা চত্বরে এসে মিছিল শেষ হয়।মিছিল শেষে নেতা কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।বক্তব্য রাখেন আল কারীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা কালীন সভাপতি মোহাম্মদ মাইদুল ইসলাম আনছারী। প্রবীন আলেম মাওলানা মোঃ আনসার আলীর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয় যায়।
জানা গেছে বাদ আছর একই স্থান থেকে আরো একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।