নিজস্ব প্রতিবেদক(রৌমারী, কুড়িগ্রাম)–
কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ২নং শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে আক্তারুজ্জামান (৩৫) রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।তিনি দীর্ঘদিন থেকে জন্ডিসসহ আরো কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ২নং শৌলমারী ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ তাকে দেখার জন্য যান।তখন আক্তারুজ্জামান সকলর কাছে তার জন্য দোয়া চান।এই প্রসঙ্গে ২নং শৌলমারী শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম বলেন “সকল মুসলিম একটি দেহের ন্যায়। এক অংগ আঘাত পেলে অন্য অংগও ব্যাধিত হয়।তেমনি এক মুসলিম আঘাত পেলে অন্য মুসলিম আঘাত পায়।” বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ শৌলমারী ইউনিয়ন শাখার তত্বাবধায়ক আবুল হাসানকে প্রশ্ন করলে তিনি জবাব দেন “মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক। জিহাদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই বিপদ গ্রস্থের পাশে দাড়ায়।”
আক্তারুজ্জামানের বাবা তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন ” আপনারা আমার ছেলেকে দেখতে এসেছেন। এতে বাবা হিসাবে আমি আনন্দিত। “
আক্তারুজ্জামান বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন,আল্লাহু যেন আমাকে সুস্থ করে দেন।
মানুষ মানুষের পাশে থাকবে, বিপদে এগিয়ে আসবে, প্রয়োজনে সহযোগিতা করবে।আমরা আশা করবো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে তারা যেন এভাবেই সকল বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়ায়।
Правда ли, что отец Актаруззамана выразил чувство благодарности к людям, пришедшим навещать его сына?
**Comments (in Bengali):**
এই কথাগুলো সত্যিই অনেক সুন্দর। মানুষ হিসেবে আমাদের একে অপরের পাশে থাকা উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রচেষ্টা প্রশ্তির্নার যোগ্য। অভিভাবক হিসেবে আক্তারুজ্জামানের বাবার অনুভূতি খুবই comprensive।
এই সমাজে কি সবাই কি একে অপরের জন্য এগিয়ে আসবে?
একজন মানুষ হিসাবে অবশ্যই এগিয়ে আসতে হবে